SSC MTS And Havaldar Recruitment 2024; MTS & Havaldar ৮,৩২৬টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ শুরু

MTS & Havaldar ৮,৩২৬টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ শুরু: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর পক্ষ থেকে নতুন করে MTS, Havaldar পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ৮,৩২৬ টি শুন্য পদে নিয়োগ করা হবে। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।

SSC MTS And Havaldar Recruitment 2024

SSC তে কিভাবে অনলাইনে আবেদন করবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে স্টেট বাই স্টেপ আজকের এই প্রতিবেদনে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পদের নাম : এখানে নতুন করে Multi Tasking Staff (MTS), Havaldar (CBIN/CBI) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ – 8,326টি।
MTS – 4887টি।
Havaldar – 3439টি।

শিক্ষাগত যোগ্যতা – চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য যে কোন স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই সুবর্ণ সুযোগ রয়েছে চাকরির প্রার্থীদের জন্য।

বয়স সীমা কত – আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি বড় হিসাব করতে হবে ০২/০৮/১৯৯৭ থেকে ০১/০৮/২০০৬ পর্যন্ত।

বেতন সীমা – এখানে আবেদন করার পরে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে সরকারিভাবে প্রার্থীদের বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবেদন পদ্ধতি – ১) আগ্রহী সকল চাকরিপ্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। ২) সর্বপ্রথম এই ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রার্থীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ৩) এরপর লগইন করে বাকি অনলাইনে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে।

আবেদন ফি কত – এখানে SC/ST/PwBD or Female এই সমস্ত প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য নেই বিনামূল্যে আবেদন করুন। Other Category প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।

আবেদনের শেষ তারিখ – আগামী ৩১শে জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে।

SSC MTS And Havaldar Recruitment 2024; MTS & Havaldar ৮,৩২৬টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ শুরু
SSC MTS And Havaldar Recruitment 2024
NotificationDownload
টেলিগ্রাম গ্রুপClick Here
নতুন চাকরির খবরClick Here
SSC MTS And Havaldar Recruitment 2024

আরও পড়ুন: Post Office Group C Recruitment 2024; পোস্ট অফিসে গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগ

1 thought on “SSC MTS And Havaldar Recruitment 2024; MTS & Havaldar ৮,৩২৬টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ শুরু”

Leave a Comment