RRB Group D Recruitment 2024: রেলে ২ লক্ষ শুন্যপদে ‘গ্রুপ ডি’ নিয়োগ! মাধ্যমিক এবং ITI পাশে ফর্ম ফিলাপ

RRB Group D Recruitment 2024: রেলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বড় তথ্য প্রকাশিত হল। এই দিনেই RRB Group D পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। অপেক্ষা করতে হবে না আর খুব বেশি দিনের। রেলওয়ের বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবার অপেক্ষা করে বসে থাকা চাকরিপ্রার্থীদের জন্য এবার এসে গেল দারুন এই সুখবর।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিশাল সংখ্যক শূন্য পদে Group D পদের জন্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা, বেতন কাঠামো, কোন দিনের আবেদন গ্রহণ শুরু হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষার সিলেবাস কী থাকছে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

আরও পড়ুন: BSF Jobs 2024: বিএসএফ কোন কোন বিভাগে কর্মী নিয়োগ করছে?

সারা দেশের বহু মানুষের স্বপ্ন থাকে রেলওয়ের যেকোনো একটি পদে চাকরি পাওয়ার জন্য। সেই হিসাবে তারা প্রতি বছর পড়াশোনা ও সঠিক প্রস্তুতি নিয়ে থাকেন। প্রতিবছর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB র পক্ষ থেকে প্রকাশিত করা হয় বার্ষিক ক্যালেন্ডার। যেখানে বিভিন্ন পরীক্ষা কোন সময়ে হতে চলেছে সেই সম্পর্কে তথ্য প্রদান করা হয়।

রেলওয়ের Group D পরীক্ষাটি কবে হতে চলেছে?

আর খুব বেশি অপেক্ষা করতে হবে না চাকরি প্রার্থীদের। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত অ্যানুয়াল ক্যালেন্ডার অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রকাশিত যাবে রেলওয়ে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি বা NTPC লেভেল ২ থেকে ৬ পর্যন্ত চাকরির বিজ্ঞপ্তি। এরপরেই অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে NTPC লেভেল ১ বা রেলওয়ে Group D পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হবে।

এখনো পর্যন্ত চলতি বছরের রেলওয়ের সমস্ত পরীক্ষাগুলি এই বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী সঠিক সময়ের মধ্যেই নেওয়া হচ্ছে। তাই আশা করা যায় সেই নিয়ম মেনেই আগামী অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই রেলওয়ে Group D পরীক্ষার অফিসার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই পরীক্ষা নিয়ে নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

রেলওয়ে Group D পদে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক অথবা I.T.Iপাস করে থাকতে হবে।

এই পরীক্ষার সিলেবাস কী থাকছে?

NTPC লেভেল ১ বা Group D পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল অ্যাভারেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়গুলি ভালো করে তৈরি করতে হবে।

এই পরীক্ষার নিয়ম অনুযায়ী জেনারেল সায়েন্স এবং অংক এই দুটি বিষয়ে থাকবে মোট ২৫ টি প্রশ্ন যার প্রতিটি প্রশ্নের মান হবে এক নম্বর করে। অপরদিকে রিজনিংএর জন্য মোট ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন থাকবে এবং জেনারেল আওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট ২০ নম্বরের ২০ টি প্রশ্ন থাকবে। এই হিসাবে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

কীভাবে চাকরি প্রার্থীদের নির্বাচন করা হবে?

মোট তিনটি ধাপে চাকরি প্রার্থীদের এই পদের জন্য বেছে নেওয়া হবে । সেগুলি হল,

  1. কম্পিউটার বেসড টেস্ট
  2. ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট এবং
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন এন্ড মেডিকেল

ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা PET কী?

কম্পিউটার বেস্ট পরীক্ষায় পাশ করলে চাকরিপ্রার্থীদের দিতে হবে এই টেস্ট। এক্ষেত্রে পুরুষ ক্যান্ডিডেটদের ৩৫ কেজি ওজন তুলতে হবে এবং ২ মিনিটের মধ্যে ১০০ মিটার যেতে হবে। এছাড়াও ৪ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে এক হাজার মিটার দৌড়াতে হবে। অপরদিকে মহিলা ক্যান্ডিডেটদের ২ মিনিটের মধ্যে ২০ কেজি ওজন তুলে ১০০মিটার যেতে হবে। এর পাশাপাশি ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ১০০০ মিটার দৌড়াতে হবে।

ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাশ করার পর চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট নেওয়া হবে। এভাবেই রেলওয়ে Group D পদের জন্য যোগ্য চাকরি প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আরও পড়ুন: Jio Work From Home: বাড়ি বসে ইনকামের সুযোগ জিও রিলায়েন্স দিচ্ছে! লাগবে শুধু মোবাইল ফোন সঙ্গে নেট কানেকশন।