Railway ICF Apprenticeship Recruitment: শিক্ষানবিশ হিসাবে ৬৮০ জনকে প্রশিক্ষণ দেবে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, শূন্যপদ ক’টি?

ভারতীয় রেলওয়ের অধীনে প্রশিক্ষণের সুযোগ খুলে গেছে একটু আগেই। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, মোট ৬৮০ জন শিক্ষানবিশকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের কাছে।

এই প্রশিক্ষণের জন্য ১৫ থেকে ২৪ বছর বয়সী যুবক-যুবতীদের আবেদন করতে পারবেন। ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিস্ট, কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার ইত্যাদি ট্রেডগুলোতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৫০% এর বেশি নম্বর পেয়েছেন এমন প্রার্থীরাই এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। তবে তাদের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত সনদপত্র থাকতে হবে।

West Bengal Job Updates: এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে চাকরির খবর 2024

Railway ICF Apprenticeship Recruitment

এই প্রশিক্ষণের মেয়াদ হবে মোট এক বছর। আর কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং এর ট্রেডে দশম পাশ করে ৫০% এর বেশি নম্বর প্রাপ্তরাই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের ন্যাশনাল কাউন্সিল বা স্টেট কাউন্সিল এর নিকট থেকে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

যাদের এর আগে কোনো ধরনের প্রশিক্ষণ নেই, অর্থাৎ ফ্রেশারদের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাদেরকে ফিটার, ইলেক্ট্রিশিয়ান, মেকানিস্ট, কার্পেন্টার, পেন্টার ট্রেডে দুই বছর এবং কার্পেন্টার, পেন্টার, ওয়েল্ডার ও মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট (রেডিওলজি ও প্যাথলজি) ট্রেডে এক বছর তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হবে।

সফল প্রার্থীদের প্রতি মাসে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে প্রশিক্ষণের সময়। আগ্রহী প্রার্থীদের ২১শে জুন তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রসেসিং ফি হিসাবে ১০০ টাকা প্রদান করতে হবে। আরও বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

1 thought on “Railway ICF Apprenticeship Recruitment: শিক্ষানবিশ হিসাবে ৬৮০ জনকে প্রশিক্ষণ দেবে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, শূন্যপদ ক’টি?”

Leave a Comment