BPNL Recruitment Notification 2024: ভারতীয় পশুপালন নিগম লিমিটেড থেকে 5250 টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে যোগ্য প্রার্থীদের।কর্মরত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে 22 হাজার টাকা থেকে 31 হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন।
নিয়োগ করা হচ্ছে ডিভিশনাল ম্যানেজার, ডিভিশনাল অফিসার এবং ডিভিশনাল ওয়ার্কার পদে। মোট শূন্যপদ 5,250 টি শূন্যপদে এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। ডিভিশনাল ওয়ার্কার পদে শূন্যপদ রয়েছে 3750 টি, ডিভিশনাল অফিসার পদে শূন্যপদ রয়েছে 1250 টি এবং ডিভিশনাল ম্যানেজার পদে শূন্যপদ রয়েছে 250 টি।
আরও পড়ুন: West Bengal Job Updates: এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে চাকরির খবর 2024
BPNL এর তরফ থেকে এই সমস্ত পদে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে,আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বিস্তারিত ভালো ভাবে দেখুন আজকের প্রতিবেদনে।
ডিভিশনাল ওয়ার্কার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। কর্মরত চাকরি প্রার্থীদের জন্য এই পদে মাসিক বেতন রয়েছে 22 হাজার টাকা করে।
ডিভিশনাল ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ। এর পাশাপাশি এই পদে আবেদনের জন্য বয়স চাওয়া হয়েছে কমপক্ষে 25 বছর বয়স থেকে সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে। কর্মরত চাকরি প্রার্থীদের এই পদে মাসিক বেতন রয়েছে 31 হাজার টাকা করে।
ভারতীয় পশুপালন নিগম লিমিটেড প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে,এই সমস্ত আবেদন করতে হবে অনলাইনে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহকারে 02/06/2024 তারিখের মধ্যে bharatiyapashupalan.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: BSF Jobs 2024: বিএসএফ কোন কোন বিভাগে কর্মী নিয়োগ করছে?
1 thought on “BPNL Recruitment 2024: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ভারতীয় পশুপালন নিগমে কর্মী নিয়োগ 2024! মাসিক আয় 28 হাজার টাকা থেকে শুরু”